Sunday 20 October 2013

ভাবনা কথন

এক
এলোমেলো খাপছাড়া ভাবনার ফাঁক গলে
টুক করে ঢুকে পড়ে রঙিন প্রজাপতি;
আঁকিবুঁকি ডানায় ভর করে স্বপ্ন,
ভাসে সীমাহীন...
মরা ধূসর সাগরের তল ছেনে তুলে আনে
সোনালী ঝিনুক
বুকে তার লুকানো ছিল
গোলাপি মুক্তো...

দুই
ভাবনাগুলো
শীতের বিকেলে বাদামী ধানক্ষেতে
কুয়াশার মেঘ হয়ে জমতে না জমতে
বলা নেই কওয়া নেই
ধুপ করে সন্ধ্যে নামার আগে
মিলিয়ে যায়...

তিন
সাগরের প্রিয় রঙ কি?
আকাশ তাকে বলে দিবে।
জলকণাগুলো কি রঙে সাজবে আজ?
সেও আকাশ বলে দিবে।

No comments:

Post a Comment