Thursday 8 November 2012

অবিচুয়ারি

আর এখন, যখন ঘুমে চোখ জড়ায়ে এলো, তুমি এলে
কত রাতের জমানো ঘুম এলো এবেলা
বুজে আসা পাতার ভার
ঝাঁপ ফেলে ঢেকে দিয়েছে ক্লান্তি
সবটুকু জোড় এক করেও
মেলতে পারিনি তা

কখন নিভে গেছে শেষ রাতের উত্তাপটুকুও
শুকনো ছাইয়ে পড়ে থাকা খড়কুটো আবেগ
ফেরায়নি কিছুই,
বেড়েছে আরো; আরো বোঝা
আর তীব্র শীত জমিয়ে দিয়েছে
আমার প্রতিটি কোষ

যাও ফিরে যাও,
নিয়ে যাও মুঠো ভরে সবটুকু আলেয়া
এ ঝলকানি আজ অর্থহীন!
টানে না; ক্ষতবিক্ষত করে না
বোধহীন অস্তিত্বকে
ভরা জ্যোৎস্ন্রাও ছুঁতে পারেনি
যে অমানিশা

পাতা ঝরার দিনে, বসন্তের গান বেমানান
রঙের শেষ বিন্দুটা ঢেলে যে ছবি এঁকেছি
তাও কেমন ফিকে
চেতনার সমস্ত রঙ মজে লীন হয়ে
যে ধূসরটা পেয়েছি
আজ তাই বেশ!