Tuesday 12 February 2013

চেতনায় শ্লোগান

মাথায় খোলা আকাশ নির্ঘুম রাত
ঘুমিয়েছে চাঁদ, তারাগুলো ঝিমোয়
চারিদিকে তখনো উত্তপ্ত মিছিলের আঁচ
শ্লোগানে শ্লোগানময়

বিন্দু বিন্দু ঘাম শুষে নেয় নির্লজ্জ সূর্য্য
বাতাসে সেই ঘামের বাষ্প, জ্বলছে দুপুর
তখনো সেখানে তারা অক্লান্ত
মাথায় আগুন শ্লোগানে মুখর

রক্তে তাদের ঋনের ডাক
তালে তালে দোলাদোল
শুনছে সবাই, বিশ্ব অবাক
বাঙালীর হৃৎপিণ্ডের ডামাডোল

চেতনার রঙে রাঙিয়ে ব্যানার
পিশাচ বিনাশের প্রত্যয় নিয়ে
ব্জ্রহৃদয়টা বানিয়ে হাতিয়ার
অজস্র তরুণ আজ ঠায় রাজপথে

জেগে আছি আমিও পেরিয়ে মাইল হাজার
জান ভরে সেই শ্লোগান শুনি,
এক, দুই, তিন, চার - তুই রাজাকার, তুই রাজাকার
আর মনে শুধু মুক্তির দিন গুনি

No comments:

Post a Comment